প্রকাশিত: Fri, Jan 6, 2023 4:38 PM
আপডেট: Thu, Jul 3, 2025 10:22 AM

পুরুষের ‘আই লাভ ইউ’ বলা

আহসান হাবিব

পুরুষের সবচেয়ে কঠিন কাজ নারীকে ‘আই লাভ ইউ’ বলা। একজন পুরুষ একজন পুরুষকে খুব সহজেই ভালোবাসি বলতে পারে, নারীকে নয়। নারীকে ভালোবাসি বলতে হলে হৃদয়ের পারমিশন লাগে। এই পারমিশন পেতে আবার হৃদয়ের নিজের অনেক কাঠখড় পোড়াতে হয় এবং বহু পথ পাড়ি দিতে হয়। হৃদয় যখন একশত শতাংশ হ্যাঁ করে, তখনই কেবল এই বাক্য উচ্চারণ করা যায়। বাক্যটি বলার সঙ্গে সঙ্গে পুরুষটির জীবন পাল্টে যায়। তার সবকিছু নারীটিকে ঘিরে আবর্তিত হতে থাকে। ‘ভালোবাসি’ মানেই হচ্ছে যাকে ভালোবাসি তাকে সবদিক থেকে ভালো রাখা। তাকে আনন্দে রাখা। তার সবকিছুতে হ্যাঁ বলা। না যদি বলতেই হয় তা যেন হ্যাঁ-এর চেয়েও শ্রেয় হয়। ‘ভালোবাসি’ বলা মানে দুজন মানুষ তাদের শ্রেষ্ঠ আবেগগুলো একে অপরের সঙ্গে শেয়ার করা। এই শেয়ারিং তাদের ক্রমশ মানবিক করে তুলবে। তাঁরা একে অপরের প্রতি সহনশীল হবে। চিন্তার ঐক্য সম্পর্ককে আরও দৃঢ় এবং গতিশীল করবে। একে অপরের প্রতি মুগ্ধতা প্রকাশে উদার হবে এবং প্রশংসা করবে। সম্পর্ক যাতে প্রত্যকের ম্লানস্পর্শ লেগে বিবর্ণ না হয়, সেজন্য সৃজনশীলতার আশ্রয় নিতে হয়। 

মনে রাখতে হবে ভালোবাসা একটি শিল্পকর্ম। কল্পনার রঙে সম্পর্ককে সাজাবার ক্ষমতা থাকতে হবে। দিনগুলো হবে ক্রিয়েটিং নট রিপিটেটিভ। এটা যদি না হয়, ভালোবাসা রঙ হারাতে শুরু করবে। মুগ্ধতা মরে যেতে থাকবে। ‘ভালোবাসি’ বলাটা কঠিন তবে ভালোবাসা ধরে রাখা আরো কঠিন। নারী কখনো পুরুষের ভালোবাসা থেকে বের হতে চায় না, যদি না পুরুষটি ভালোবাসার যোগ্যতা হারিয়ে ফেলে। এই যোগ্যতা পৃথিবীর খুব কম পুরুষের আছে। পুরুষ যে বলে ভালোবাসা জীবনে বহুবার আসতে পারে, এটা তাদের সীমাবদ্ধতা এবং নিজের দায়মুক্তির জন্য বলে। কারণ সে প্রতিটি ভালোবাসায় একই আচরণ রিপিট করে। এই রিপিটেশন যখন একজনের কাছে ফুরিয়ে যায়, তখন সে নারীকে ছেড়ে দিয়ে বাঁচে এবং অন্য নারীর প্রতি হাত বাড়ায়। ভালোবাসা এক শিল্পকর্ম, কোনো রঙ তামাশা নয়। লেখক: ঔপন্যাসিক